আমি সেই কঠিন পাথর
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়েও
পাহাড়ের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি।
আমি এমনই এক মানুষ যে জীবনের প্রতিটি ধাপে
কঠিন সব বিপদকে সামলে নিয়ে
পথ চলতে মানিয়ে নেই-
তবু কষ্ট বুকে নিয়ে চুপ করে থাকি।
কে আপন আর কে পর
সেই হিসেব করে বৃথা সময় আর নাই নষ্ট করলাম
মানুষ হিসেবে আমরা তো প্রত্যেকেই সহানুভূতিশীল-
আমি তাই ভাবি।
আমার সরল মনের ভাবনায় প্রত্যেকটা মানুষকে
আদর্শ হিসেবে মেনে নেই,
আমি বিশ্বাস করি-
মানুষ সৃষ্টির সেরা জীব।