ওয়ারেন, ১২ মার্চ : মিশিগানের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান দেশি বাজারের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শেখর দেব জয়ের পিতা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সত্য রঞ্জন দেবর শ্রাদ্ধানুষ্ঠান পবিত্র ধর্মীয় আবহে গতকাল শনিবার সু-সম্পন্ন হয়েছে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর দেশি হলে প্রয়াতের শ্রাদ্ধ অনুষ্ঠানে মিশিগানে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ছাড়াও তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সত্য রঞ্জন দেবেরর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা করেন।
প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সত্য রঞ্জন দেব গত ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৫৫ মিনিটে স্টার্লিং হাইটস শহরের নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। ব্যক্তি জীবনে সত্য রঞ্জন দেব ছিলেন নম্র, ভদ্র ও বিনয়ী। ছিলেন অত্যন্ত ধার্মিক ও পরোপকারী। তিনি মিশিগানে সনাতন ধর্মাবলম্বীদের প্রথম মন্দির এবং ডেট্রয়েট দুর্গা টেম্পল প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ডেট্রয়েট দুর্গা টেম্পল নামের প্রস্তাবকারিও ছিলেন তিনি।