মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

চন্দনাইশে জোয়ারা মাদরাসায় দোআ মাহফিল সম্পন্ন

  • নিজস্ব প্রতিবেদক :
image

চন্দনাইশ, (চট্টগ্রাম) ১৫ মার্চ : ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গতকাল মঙ্গলবার মাদরাসার কনফারেন্স হলে ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থী কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও বিশিষ্ট আলেমে দ্বীন লেখক,গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা   অধ্যক্ষ মাওলানা মুফতি  আমিনুর রহমান (রহ)'র স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাস্টার মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.আর.এম আজগর আলী। এতে উপস্থিত ছিলেন সহ অধ্যাপক মাওলানা মামুনুল হক, সহ অধ্যাপক মো. হাফিজুর রহমান, নাহিদা সুলতানা, মৌলানা মঈন উদ্দীন,  মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তরা ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের দিকনির্দেশনা এবং মরহুম অধ্যক্ষ মাওলানা মুফতি  আমিনুর রহমান (রহ) কে নিয়ে স্মৃতিচারণ করেন। সবশেষে মাওলানা মিজানুল হক মুনাজাত পরিচালনা করেন।


এ জাতীয় আরো খবর