হ্যামট্রাম্যাক, ১৬ মার্চ : গত রোববার ভোরে শহরে বাংলাদেশি মালিকানাধীন গাড়ী বিক্রি প্রতিষ্ঠান বেঙ্গল অটো সেলসের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। যা সিসি টিভি ফুটেজে তা ধরা পড়েছে।
সিসি টিভি ফুটেজে দেখা যায় যে, আফ্রিকান আমেরিকান অজ্ঞাত এক যুবক জ্যোসেফ ক্যাম্পু এভিনিউয়ে অবস্থিত ওই ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে পার্ক করা গাড়ী গুলোতে ইট জাতীয় বস্তু ছুড়ে মারছে। এতে ২টি গাড়ীর সামনের গ্লাস ভেংগে গেছে। কি কারণে এই ভাঙচুর তা জানা যায়নি। বিষয়টি ইতিমধ্যে হ্যামট্রাম্যাক পুলিশ প্রসাশনকে অবহিত করেছেন বেঙ্গল অটো সেলসের স্বত্বাধিকারী গিয়াস তালুকদার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ডেট্রয়েট এবং হ্যামট্রাম্যাক শহরে চুরি, ডাকাতি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেবেশ কয়েকটি বাসায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। চোরেরা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চোরের উপদ্রবে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কিছুদিন আগে হ্যামট্রাম্যাক সিটিতে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে কে বা কারা কালি লেপন করে। এছাড়াও গত ৫ নভেম্বর বাংলা টাউনের নামফলকেও কালো কালি লেপন করেছিল দুবৃর্ত্তরা। এই সব বিষয়ে পুলিশকে রিপোর্ট করা হলেও কেউ গ্রেফতার হয়নি।