মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

স্টার্লিং হাইটসে দুই নারীকে গুলি : সন্দেহভাজন ব্যক্তির আত্মহত্যা

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

স্টার্লিং হাইটস, ১৭ মার্চ : আজ  শুক্রবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টের পার্কিং লটে এক ব্যক্তির গুলিতে দুই নারী আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি  নিজের গুলিতেই প্রাণ হারিয়েছেন।
স্টার্লিং হাইটস পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুপুর ১টা ১৫ মিনিটে ভ্যান ডাইকের ৩৫,৫০০ নম্বর ব্লকের একটি রেস্টুরেন্টের পার্কিং লটে ওই দুই নারীকে গুলি করে তাদের পরিচিত একজন লোক। ঘটনার পর বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্টার্লিং হাইটস পুলিশ উভয় ভুক্তভোগীকে এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাদেরকে সহায়তা করেছেন। পুলিশ বলছে, সন্দেহভাজন এবং ভুক্তভোগী সবাই একে অপরের পরিচিত। মনে হচ্ছে এটি কোনও এলোমেলো কাজ ছিল না। অন্যান্য কর্মকর্তারা সন্দেহভাজনকে খুঁজতে শুরু করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্টার্লিং হাইটস পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজনকে নিকটবর্তী একটি এলাকায় মৃত অবস্থায় পাওয়া গেছে, যার মাথায় মারাত্মক গুলির আঘাত রয়েছে বলে মনে হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটি এখনও তদন্তাধীন এবং অদূর ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হবে।

Source & Photo: http://detroitnews.com


এ জাতীয় আরো খবর