মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

মাধবপুরে প্রয়াত শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের স্মরণে সভা

  • মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :
image

মাধবপুর, (হবিগঞ্জ) ১৮ মার্চ : উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। “নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই” এ শ্লোগান ধারণ করে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকা ১৯৮০ থেকে ২০২২ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় এ স্মরণ সভা।

স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সভায় শোকগাঁথা ও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপাধ্যক্ষ আব্দুস জাহের, অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিমান প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোছাব্বির হোসেন বেলাল, অধ্যক্ষ আলী আজগর, পুলিশ ইন্সপেক্টর নুরুল ইসলাম, শিক্ষা অফিসার রফিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহম্মেদ পারুল, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, প্রভাষক আব্বাস আলী মিজান, আবেদুর রহমান, দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক আক্তারুজ্জামান, কাওছার আহম্মেদ, মিজানুর রহমান প্রমুখ। পরে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ জাতীয় আরো খবর