নিউইয়র্ক, ১৮ মার্চ : নিজের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ট্রাম্প শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অনুসারীদের উদ্দেশে লিখেছেন, ‘শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হবেন। প্রতিবাদ করুন।’
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস একটি পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা ট্রাম্পের। গোপন সূত্র তিনি এই গ্রেফতারির খবর পেয়েছেন বলে দাবি করেছেন। তবে কোন ধারায় তাঁকে গ্রেফতার করা হবে এ ব্যাপারে কিছুই জানাননি ট্রাম্প।
২০১৭ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর এক বছর আগে তাঁর বিরুদ্ধে সেক্স স্ক্যান্ডালে জড়ানোর অভিযোগ ওঠে। প্রায় এক দশক আগে ঘটা সেই ঘটনা সামনে আসে। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ওই মহিলার সঙ্গে সেক্স স্ক্যান্ডালের ব্যাপারে মিটমাট করার অভিযোগ ওঠে। ট্রাম্প এই মহিলাকে অনৈতিকভাবে অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ। সেই নিয়েই তদন্তে নামে মার্কিন পুলিশ। এই মামলাতেই গ্রেফতারির আশঙ্কা ট্রাম্প করেছেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি নিজে জানানি কোন মামলার প্রেক্ষিতে গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি।
২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরেছিলেন ট্রাম্প। তার পর তাঁর সমর্থকদের দাপাদাপি সাক্ষী ছিল গোটা আমেরিকা। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হতে চান ট্রাম্প। নিজেও সে কথা জানিয়েছেন তিনি।
সূত্র : এপি নিউজ/দ্য ডেট্রয়েট নিউজ