গ্রস ইলে, ৩০ নভেম্বর : শুক্রবার রাতে গ্রস ইলে পুলিশ ওয়েস্টল্যান্ডের ২৯ বছর বয়সী যুবককে অর্ধ অচেতন অবস্থায় ডেট্রয়েট নদী থেকে উদ্ধার করেছে।
পুলিশকে জানিয়েছে, খবর পেয়ে রাত ১১ টা ৩৫ মিনিটে পুলিশ ইস্ট রিভার রোডের গ্রস ইলে ইয়ট ক্লাবের ঠিক উত্তর দিকে পৌছে। এ সময় সেতুর উপর ওয়েস্টল্যান্ডের একজন ২৭ বছর বয়সী যুবককে দেখতে পায়। ঐ যুবক পুলিশকে জানায় যে, ২৯ বছর বয়সী এক যুবক পানিতে ডুবে গেছে। এর প্রায় ১০০ গজ পূর্বে কর্মকর্তারা একটি ২০১৮ মাজদা সিএক্স -৫ পানিতে ডুবে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, গাড়িতে কেউ আছেন কিনা এজন্য গ্রস ইলে ফায়ার সার্ভিসের লোকজন ডুবন্ত গাড়িতে তল্লাশি চালান। কিন্তু কাউকে পাওয়া যায়নি। দু'জনকেই হেনরি ফোর্ডের ওয়্যানডোট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের ধারণা, দু'জন পূর্ব রোডের দক্ষিণ দিকে গাড়ি চালাচ্ছিল এবং বক্ররেখা চলাচল করতে না পেরে পানিতে পড়ে যায়। পুলিশ বলেছে যে ড্রাগস এবং অ্যালকোহলগুলি এই দুর্ঘটনার কারণ হতে পারে বলেও তাদের ধারণা। যার তদন্ত হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com