হবিগঞ্জ, ১০ জানুয়ারী : বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবি সুভাষ আচার্য্যর "শত কবিতায় বঙ্গবন্ধু" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল শনিবার ( ৯ জানুয়ারি ) সকাল ১০ ঘটায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে দর্পন হবিগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুদ আলী, হবিগঞ্জ পিটিআই সুপারিন্টেনডেন্ট রওশনারা খাতুন, বাংলাদেশ প্রাঃ বিঃ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, বাংলাদেশ প্রাঃ বিঃ সহকারী শিক্ষক সমিতির সদস্য বাবুল চন্দ্র তালুকদার, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, শব্দকথা প্রকাশনের স্বত্বাধিকারী কবি মনসুর আহমেদ, নাট্যকার সৈয়দ রুজেন, রায়হান উজ্জ্বল প্রমুখ।
প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, একমাত্র বঙ্গবন্ধুকে চেতনায়, আদর্শে, ধ্যান ধারণায় রাখলেই এমন কাজ করা সম্ভব।আর সুভাষ আচার্য্য এরই উজ্জ্বল দৃষ্টান্ত। আমি হবিগঞ্জের সন্তান হিসেবে গর্ববোধ করি যে আমার হবিগঞ্জের একজন মানুষ বঙ্গবন্ধু কে নিয়ে ১০০ কবিতা দিয়ে একটি বই লিখেছেন। হবিগঞ্জে এই প্রথম প্রকাশনী হিসেবে আত্মপ্রকাশ করার জন্য শব্দকথার প্রকাশনকেও তিনি ধন্যবাদ জানান।
আবু জাহির এমপি আরও বলেন, "বইটির দ্বিতীয় মুদ্রণ করে হবিগঞ্জ-৩ আসনের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিতে লেখক সুভাষ আচার্য্যকে ৫০ হাজার টাকা উপহার দিব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সুভাষ আচার্য্য, সঞ্চালনায় ছিলেন সুদিন আচার্য্য ও প্রেমা ইসলাম।