ল্যান্সিং, ১২ জানুয়ারী : মিশিগানে ২৫ লাখ মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার যোগ্য হলেও পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলে মঙ্গলবার জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। এক ই-মেইল বার্তায় দ্য নিউজকে এই তথ্য জানিয়েছেন মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা অধিদফতরের মুখপাত্র লিন সুতফিন।
সুতফিন জানান, রাজ্যে ২৫ লাখ ৭৬ হাজার বাসিন্দা রয়েছেন যাদের ভ্যাকসিন দেওয়া দরকার। এর মধ্যে ৮,০ ২০০০ জন রয়েছেন স্বাস্থ্য কর্মী যাদের মধ্যে নার্সিং হোমের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। এছাড়া ৬৫ বা তার বেশি বয়সীর সংখ্যা রয়েছে ৭,০২০০০ জন। গত বুধবার তাদের তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন গভর্ণর গ্রেচেন হুইটমার। সুতফিন বলেন, ১৬ বছরের ওপরে বয়স যাদের তাদের মধ্যে ৭০ শতাংশকেই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। তিনি বলেন, এজন্য আমরা ৬৫ বছরের বেশি বয়সী যে কোনও মিশিগানবাসীর জন্য ভ্যাকসিন সরবরাহ করতে এবং আমাদের প্রি -১২, ডে কেয়ার স্টাফ এবং অন্যান্য প্রয়োজনীয় ফ্রন্টলাইন কর্মীদের জন্য ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ কারণেই আমরা সরবরাহের কাজকে ত্বরান্বিত করতে ফেডারাল ফার্মাসি প্রোগ্রামের সাথে সহযোগিতা করছি। গভর্ণর হুইটমার ফাইজারের কাছ থেকে সরাসরি এক লাখ ভ্যাকসিন কেনার ব্যাপারে সরকারের কাছে গত সোমবার আবেদন করেছেন।
Source : http://detroitnews.com