ইপসিল্যান্টি টাউনশিপ, ২৪ জানুয়ারী : ইপসিল্যান্টি টাউনশিপে সড়ক দুর্ঘটনায় হুইলচেয়ার আরোহী এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে মিশিগান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ বলছে, ইপসিল্যান্টি টাউনশীপের ৬২ বছর বয়সী মহিলা হুইল চেয়ারে করে মিশিগান অ্যাভিনিউয়ের পূর্ব দিকে যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি বৃদ্ধাকে আঘাত করলে তিনি নিহত হন। ৩৬ বছরের গাড়ির চালক ইঙ্কস্টারের বাসিন্দা। দুর্ঘটনার সময় গাড়িটিতে চারটি শিশু ছিল। তবে গাড়ির কোন যাত্রী আহত হয়নি। কোন গ্রেপ্তার নেই, বিষয়টি তদন্তাধীন রয়েছে।