মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

মাধবপুরে সড়কের বেহাল দশা : দুর্ভোগ চরমে

  • মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :
image

মাধবপুর, (হবিগঞ্জ) ২৯ মার্চ : উপজেলার রতনপুর শিমুলঘর সড়কে স্থানে স্থানে ভাঙন ও খানাকন্দে এখন বেহাল দশায় পৌঁছে গেছে । ফলে পথচারির দুর্ভোগ চরমে পৌছেছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত  ওজনের  ভারি ট্রাক চলাচলে কারনে গুরুত্বপূর্ণ  আঞ্চলিক সড়কটি এখন  জীর্নদশায় পতিত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
সাম্প্রতিক সময়ে এসড়কে বেপোরোয়া ভাবে ভারি যানবাহন চলাচল করছিল। ফলে  গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্নস্থানে ভাঙন, গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, মাইক্রো, কারসহ ছোট আকারের যানবাহন চলাচল করে।  ভারি যানবাহন চলাচলের কারণে  জনগুরুত্বপূর্ণ রাস্তাটি এখন  জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে। শেখ মোঃ জাহাঙ্গীর  নামে একজন সমাজসেবক জানান, মাধবপুর নাসিরনগর, লাখাই সহ বিভিন্ন এলাকার শত শত মানুষ  প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে এ সড়কে  চলাচল করতে হচ্ছে। রাস্তাটির প্রায় স্থানেই ইট, সুরকি, পিচ উঠে যাচ্ছে। ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি  হয়েছে। সামান‍্য বৃষ্টি  হলেই  গর্তে পানি জমে যায়। সিএনজি অটোরিকশায় যাত্রীদের উপর সড়কে সৃষ্ট গর্তের ময়নাযুক্ত পানি এসে পরে। এছাড়া ছোট খাট দূর্ঘটনা লেগেই আছে। মাধবপুর উপজেলার একটি বৃহত্তম বাজার ছাতিয়াইন। এ বাজারের বুকচিরে বয়ে গেছে রাস্তা টি। ঢাকা সিলেট মহাসড়কের  রতনপুর থেকে শিমুলঘর পর্যন্ত প্রায় ৭কিলামিটার  সড়ক এখন জনসাধারণের  চলাচলে  দূর্ভোগ পোহাতে হচ্ছে । স্থানে স্থানে অসংখ‍্য বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাংগা রাস্তা, বৃষ্টি হলেই গর্তে জমে পানি, মনে হয় যেন কোন জলাশয়। এঅবস্থায় প্রতিদিন ছোট বড় শত  শত যানবাহন  চলছে এসড়কে। যাত্রীরা এসড়কে গাড়িতে উঠলেই থাকেন আতংকে। কখন যেন দূর্ঘটনা ঘটে।
 মাসুক মিয়া নামে এক অটোরিকশা চালক বলেন, মহাসড়কে পুলিশের ভয়ে উঠিনা। তাই বাধ‍্য হয়ে এ সড়কে চালাই। ভাংগা রাস্তায় গাড়ি চালাতে যেমন কষ্ট হয়। এর চেয়ে বেশী কষ্ট পাই  গাড়ি মেরামত করতে গিয়ে। ভাংগা রাস্তার গর্তে পড়ে প্রায়ই গাড়ি বিকল হয়ে যায়। যে টাকা রোজগার করি এর একটা বড় অংশ চলে যায় গাড়ি মেরামত করতে। সাংবাদিক  ভাই একটু লেখেন যাতে রাস্তাটা সরকার মেরামত করে দেয়। এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ  রাস্তাটি সংস্কারের জন‍্য স্থানীয় সংসদ সদস‍্য  বেসামরিক বিমান প্রতিমন্ত্রী  এডভোকেট  মোঃ মাহবুব আলীকে অবগত করেছেন।
এলজিইডির মাধবপুর উপজেলা প্রকৌশলী  শাহ আলম জানান, ছাতিয়াইন রতনপুর অংশের ৪কিলোমিটারের মধ‍্যে প্রায় সোয়া ২কিলোমিটার সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। ১কোটি ৫৩ লাখ ১১ হাজার ৫১৩ টাকা ব‍্যয়ে সংস্কার কাজ দ্রুততম সময়ের মধ‍্যে শুরু হবে। গত বছর প্রায় দেড় কিলোমিটার সংস্কার করা হয়েছিল। গ্রামীন অবকাঠামোর এসব রাস্তায় সর্বোচ্চ ১০ টন ওজন পরিবহনের নিয়ম রয়েছে। এর বেশী পারমিটেড না। কিন্তু রতনপুর শিমুলঘর সড়ক দিয়ে  ১৫।২০ টন  ওজন নিয়ে  মাটি বালি ভর্তি ও পন‍্যবাহী  ট্রাক  চলাচল করছে এমন অভিযোগ এলাকাবাসীর।

 


এ জাতীয় আরো খবর