সুনামগঞ্জ জেলা এসো. অব মিশিগানের অভিষেক ২৫ ডিসেম্বর

  • নিজস্ব প্রতিবেদক :
  • ২০২২-১২-২১ ১৪:২৮:১৮
image

ওয়ারেন, ২১ ডিসেম্বর : সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী রবিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় নগরীর ২২০২১ মেমেফিস এভিনিউস্থ মৃধা কালচারাল সেন্টারে অনুষ্ঠিতব্য অভিষেককে জমকালো ও বর্ণাঢ্য করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সাংস্কৃতিক সন্ধ্যায় গানে গানে দর্শক মাতাবেন  সিলেটের জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী এবং মিশিগানে বাংলা গানের জগতে  সবস্তরের শ্রোতাদের কাছে জনপ্রিয় কণ্ঠশিল্পী পৃথা দেব। 
অভিষেক অনুষ্ঠানকে সফল ও সুন্দর করার জন্য কমিউনিটির সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সভাপতি মোহাম্মদ মুতালিব, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার এবং প্রচার সম্পাদক অপু মিয়া।