মাধবপুর, (হবিগঞ্জ) ১৪ জানুয়ারী : উপজেলা সীমান্তবর্তী নিজনগর গ্রামের একটি গাছ থেকে ছানাউল হক নিরু (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এক নারী খড় আনতে গিয়ে বাড়ির পাশে একটি জামগাছে নিরুর ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি ওই গ্রামের আব্দুল মমিন মাষ্টারের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। তার পিতা মমিন মাষ্টার বৃহস্পতিবার রাতে নিরুর অসুস্থ মাকে নিয়ে চিকিৎসা কাজে সিলেট যান। রাতের কোন এক সময় নিরু গলায় ফাস দেয়।
পুলিশ জানান, নিরুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়া একাধিক ডাকাতি, ও মাদক মামলায় ইতিপূর্বে তিনি গ্রেফতার হন। সমাজের লোকজন ভাল চোঁখে দেখতো না তাকে । সে হতাশাগ্রস্থ এবং মাদকাসক্ত ছিল। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পাবার পর কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী কে ঘটনাস্হলে পাঠানো হয়েছে। ছুরতহাল প্রস্তুতকারী এসআই বাবুল চৌধুরী জানান, প্রাথমিক ধারনা এটা আত্মহত্যা। মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।