মাধবপুর, (হবিগঞ্জ) ২০ জুন : জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবং নেত্রকোনায় কলি হাসানের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাধবপুরের সাংবাদিকরা। মাধবপুর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন পূর্ব এক প্রতিবাদ সভা প্রেসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, ইত্তেফাক প্রতিনিধি শংকর পাল সুমন, সমকাল প্রতিনিধি আইযূব খাঁন, যায়যায়দিন প্রতিনিধি আলাউদ্দিন আল রণি, দৈনিক আয়নার কায়সার আহমেদ, দৈনিক বাংলা প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, ইনকিলাব প্রতিনিধি কে এম শামসুল হক, এনটিভি প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের, মাইটিভি'র রাজিব দেব রায় রাজু, আমার সংবাদ' আলমগীর কবির, ঢাকা প্রতিদিনের একরামুল আলম লেবু, বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি বিপ্লব আচার্য্য সুজন ,হবিগঞ্জের খবরের বিল্লাল খান প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে মূল ধারার সাংবাদিকদের পরিকল্পিত হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের প্রতিরোধে রাষ্ট্রীয় আইন প্রনয়নের দাবি জানান।