প্রবাসী এবং দেশবাসীকে মিলাদ গাজী এমপি’র  ঈদের শুভেচ্ছা 

আপলোড সময় : ২৯-০৬-২০২৩ ০২:০০:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৩ ০২:০০:০২ পূর্বাহ্ন
নবীগঞ্জ, ২৯ জুন : হবিগঞ্জ -১ (নবীগঞ্জ -বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ বাহুবলের সর্বস্তরের জণগণ  ও দেশে ও প্রবাসে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। 
২৮  জুন বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহায় শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল আযহায় সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে চরম ক্লান্তিলগ্নে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com