মাধবপুর, (হবিগঞ্জ) ০৬ জুলঅই : পুকুরে গোসল করার সময় শাপলা ফুল আনতে গিয়ে ঝিনুক (১২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝিনুক জয়পুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। ঝিনুক চৌমুহনী হাইস্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায, নিহত ঝিনুক এর পরিবার কমলানগর গ্রামে তার নানা আবদুল খালেক মিয়ার বাড়িতেই থাকে। গতকাল বুধবার মা বাবাকে ছাড়াই জয়পুর গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায় ঝিনুক। বৃহস্পতিবার দুপুরে তার চাচাতো বোন অর্ধা (১২) সহ অপর এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে শাপলা ফুল দেখে ফুল আনতে ঝিনুক ও অর্ধা চেষ্টা করলে দুজনই পানিতে ডুবে যায। পরে অপর শিশুর চিৎকারে বাড়ির লোকজন এসে পানির নিচ থেকে ঝিনুক ও অর্ধা কে উদ্ধার করে মাধবপুর তিতাস হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঝিনুককে মৃত ঘোষণা করে। অর্ধাকে মূমুর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতারে প্রেরণ করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায, নিহত ঝিনুক এর পরিবার কমলানগর গ্রামে তার নানা আবদুল খালেক মিয়ার বাড়িতেই থাকে। গতকাল বুধবার মা বাবাকে ছাড়াই জয়পুর গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায় ঝিনুক। বৃহস্পতিবার দুপুরে তার চাচাতো বোন অর্ধা (১২) সহ অপর এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে শাপলা ফুল দেখে ফুল আনতে ঝিনুক ও অর্ধা চেষ্টা করলে দুজনই পানিতে ডুবে যায। পরে অপর শিশুর চিৎকারে বাড়ির লোকজন এসে পানির নিচ থেকে ঝিনুক ও অর্ধা কে উদ্ধার করে মাধবপুর তিতাস হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঝিনুককে মৃত ঘোষণা করে। অর্ধাকে মূমুর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতারে প্রেরণ করা হয়েছে।