হবিগঞ্জ, ০৯ জুলাই : হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব দেবী চন্দ। রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। অপরদিকে বর্তমান জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেব বদলি করা হয়েছে। উপসচিব দেবী চন্দ ২৪ তম বিসিএসের কর্মকর্তা। তিনি বরিশালের বাসিন্দা বলে জানা গেছে।