ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
ওয়েস্ট লাফায়েত (ইন্ডিয়ানা), ২২ জুলাই : ‘সেতু থেকে ঝাঁপ’ দিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন পারড্যু ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষক অনিক পল। ওয়েস্ট লাফায়েট পুলিশ জানিয়েছে, গত ৩ জুলাই ওয়াবাশ নদীতে ঝাঁপ দেন ৩১ বছর বয়সী অনিক পাল। নজরদারি ভিডিওতে পালকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। এক সপ্তাহ অনুসন্ধানের পর, পুলিশ উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছে। তবে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তদন্ত চলবে বলে জানানো হয়েছে।
অনিক পাল ইন্ডিয়ানা রাজ্যের পশ্চিম লাফায়েতের পারড্যু বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। দারিদ্র্য জয় করে এগিয়ে যাওয়া অনিক পাল তুখোড় মেধাবী ছিলেন। পরিবারে আছেন দুই বোন আর মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা শেষ করে ২০১৬ সেই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কোভিডের মধ্যেই ২০২১ সালের আগস্টে পার্ডু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পান তিনি। ঢাকায় বেড়ে উঠা অনিক নিখোঁজ হওয়ার মাত্র ২৫ দিন আগে বাংলাদেশ থেকে পার্ডুতে ফিরেছিলেন।
ওয়েস্ট লাফায়েত (ইন্ডিয়ানা), ২২ জুলাই : ‘সেতু থেকে ঝাঁপ’ দিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন পারড্যু ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষক অনিক পল। ওয়েস্ট লাফায়েট পুলিশ জানিয়েছে, গত ৩ জুলাই ওয়াবাশ নদীতে ঝাঁপ দেন ৩১ বছর বয়সী অনিক পাল। নজরদারি ভিডিওতে পালকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। এক সপ্তাহ অনুসন্ধানের পর, পুলিশ উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছে। তবে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তদন্ত চলবে বলে জানানো হয়েছে।
অনিক পাল ইন্ডিয়ানা রাজ্যের পশ্চিম লাফায়েতের পারড্যু বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। দারিদ্র্য জয় করে এগিয়ে যাওয়া অনিক পাল তুখোড় মেধাবী ছিলেন। পরিবারে আছেন দুই বোন আর মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা শেষ করে ২০১৬ সেই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কোভিডের মধ্যেই ২০২১ সালের আগস্টে পার্ডু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পান তিনি। ঢাকায় বেড়ে উঠা অনিক নিখোঁজ হওয়ার মাত্র ২৫ দিন আগে বাংলাদেশ থেকে পার্ডুতে ফিরেছিলেন।