সীতাকুণ্ড, ২৪ জুলাই : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসির) শরীয়াহ্ অনুষদের স্নাতক দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিক্ষার্থী হলেন, কুমিল্লার আলী আহসান মারুফ (২০) ও ভৈরবের মো. এনায়েত উল্লাহ (২০)। মারুফ দাওয়াহ ডিপার্টমেন্টে এবং এনায়েত কুরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টারে অধ্যয়নরত। আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে গিয়েছিলেন তারা। রাত ১০টার পর স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে কুমিল্লা থেকে কয়েকজন পর্যটক সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা সন্ধ্যা ৬টার দিকে সাগর পাড়ে বেড়ানো শেষে তিনজন সাগরে গোসলে নামেন। তিনজনের মধ্যে দুইজন সাগরে নেমে সেখানে থাকা একটি লোহার সাঁকোর পাটাতন ধরে সাঁতরে সাগরের দিকে যেতে থাকেন। তারা কখনো পাটাতন ধরে আবার কখনো ছেড়ে সাগরের দিকে যাবার সময় একপর্যায়ে ভাটার টানে তারা সাগরের দিকে ভেসে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে কুমিল্লা থেকে কয়েকজন পর্যটক সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা সন্ধ্যা ৬টার দিকে সাগর পাড়ে বেড়ানো শেষে তিনজন সাগরে গোসলে নামেন। তিনজনের মধ্যে দুইজন সাগরে নেমে সেখানে থাকা একটি লোহার সাঁকোর পাটাতন ধরে সাঁতরে সাগরের দিকে যেতে থাকেন। তারা কখনো পাটাতন ধরে আবার কখনো ছেড়ে সাগরের দিকে যাবার সময় একপর্যায়ে ভাটার টানে তারা সাগরের দিকে ভেসে যায়।