জালালাবাদ সোসাইটি অব মিশিগানের বনভোজন ৩০ জুলাই

আপলোড সময় : ২৭-০৭-২০২৩ ১২:২৬:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৩ ১২:২৬:১৩ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৭ জুলাই : মিশিগানে ধুমধামে চলছে গ্রীষ্মকালীন বনভোজন। প্রতি বছর এ সময়টাকে আনন্দে মেতে উঠে প্রবাসীরা। আর এই আনন্দকে আরো ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পরিবার পরিজন নিয়ে ভ্রমন কিংবা বনভোজনের আয়োজন করা হয়ে থাকে। গ্রীষ্মকালীন বনভোজনের ধারাবাহিকতায় জালালাবাদ সোসাইটি অব মিশিগানের উদ্যোগে এক বনভোজনের আয়োজন করা হয়েছে। আগামী ৩০ জুলাই রোববার নগরীর হলমিচ পার্কে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে বনভোজনের কার্যক্রম।  বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে ক্রীড়ানুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় ইভেন্ট। র‌্যাফেল ড্র রয়েছে গাড়ি, টিভি, ল্যাপটপ সহ আকর্ষনীয় অনেক পুরষ্কার। 
বনভোজনে সকল প্রবাসীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন সুলেমান ও সাধারণ সম্পাদক হাবিব রহমান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com