নাটকীয়ভাবে ইউক্রেন সফরে জো বাইডেন

আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:১৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:১৪:২৭ পূর্বাহ্ন
কিয়েভ, ২০ ফেব্রুয়ারি : রাশিয়ার হামলার বর্ষপূর্তির আগে পূর্বঘোষণা ছাড়া হুট করে ইউক্রেন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এটাই মার্কিন প্রেসিডেন্টের প্রথম ইউক্রেন সফর। 
জানা গেছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন বাইডেন। হোয়াইট হাউসের জারি করা এক বিবৃতি অনুযায়ী বাইডেন বলেছেন, “ইউক্রেনে রাশিয়ার নৃশংস আগ্রাসনের এক বছর পূর্তির মুখে আমি আজ কিয়েভে রয়েছি। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছি এবং ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কিয়েভের প্রতি ওয়াশিংটন ডিসির যে জোরালো সমর্থন রয়েছে, এই আচমকা সফরের মধ্য দিয়ে মস্কোকে সেই বিষয়টি স্পষ্ট বার্তা দিলেন বাইডেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com