৪র্থ বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হারুনূর রশীদ চৌধুরী 

আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০২:২০:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৩:০৬:৫৯ পূর্বাহ্ন
লন্ডন, ০৮ আগস্ট : পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জুলাই মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। মৌলভীবাজার সদর মডেল থানার মো. ইমতিয়াজ সরকার নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ এসআই। জেলার শ্রেষ্ঠ এএসআই  নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানা মো. মাহবুবুল আলম।  
পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম (বার) শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।

অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।
উল্লেখ্য হবিগন্জের কৃতি সন্তান হারুনুর রশীদ চৌধুরী ইতি পূর্বে সুনামগন্জ জেলার জগন্নাথপুর থানা, দক্ষিন সুনামগন্জ থানা, সিলেট জেলার গোলাপগন্জ থানায় দক্ষতার ও সফলার সাথে অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন করেন এবং প্রত্যেক জায়গায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কারে ভূষিত হন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com