বাহুবল, (হবিগঞ্জ) ০৯ আগস্ট : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর (চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপ) কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬৫ পরিবারের নিকট গৃহ হস্তান্তরের চাবি বিতরণের সাথে বাহুবল উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারা দেশের ন্যায় বাহুবল উপজেলায়ও ৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে ।
বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ।
পরবর্তীতে বাহুবলের মিরপুরে দত্তপাড়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরকৃত ঘরগুলো গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ।
পরবর্তীতে বাহুবলের মিরপুরে দত্তপাড়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরকৃত ঘরগুলো গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।