ওয়াইলুকু, (হাওয়াই) ১০ আগস্ট : ভয়াবহ দাবানলে হাওয়াই রাজ্যের মাউয়ি দ্বীপে অন্তত ৩৬ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। হাওয়াই দ্বীপ চারিদিকে সমুদ্র বেষ্টিত হলেও হ্যারিকেনের কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। এতে শত শত ভবন ধ্বংস হয়ে হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল জ্বলে যাচ্ছে। দাবানলের জেরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। হাওয়ার তীব্রতার কারণে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাউই দ্বীপে হাজার হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।