আটলান্টিক সিটি, ১১ আগস্ট : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে “জাতীয় শোক দিবস” উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। আগামী ১৫ আগস্ট, মংগলবার রাত সাড়ে আটটায় আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শোক দিবসের অনুষ্ঠানমালায় থাকছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, শ্রদ্ধাঞ্জলি, কথামালা, শোকের কবিতা পাঠ ইত্যাদি।
জাতীয় শোক দিবস আয়োজক কমিটির আহবায়ক বেলাল হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব মোঃ বেলাল উদ্দীন আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক সহ মুক্তিযুদ্ধের সপক্ষের প্রবাসী বাংলাদেশীদেরকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
জাতীয় শোক দিবস আয়োজক কমিটির আহবায়ক বেলাল হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব মোঃ বেলাল উদ্দীন আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক সহ মুক্তিযুদ্ধের সপক্ষের প্রবাসী বাংলাদেশীদেরকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।