মাধবপুর, (হবিগঞ্জ) ১২ আগস্ট : উপজেলার রতনপুর ইনসেনটিভ কোচিং সেন্টারের উদ্যোগে এইচএস সি ২০২৩ ব্যাচ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন। শনিবার দুপুরে রতনপুর ইনসেনটিভ কেয়ার কোচিং সেন্টার প্রাঙ্গনে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক ফখর উদ্দিন মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ , সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান,আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আল মাসুদ লোকমান, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাফুজ মিয়া,এনটিভি'র মানুষ প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের,ইউপি সদস্য ইসলাম উদ্দিন,নাসিম চৌধুরী,আব্দুর রহমান দুলাই ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন। পরে অতিথিবৃন্দরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন।