মিশিগান বিএনপির নয়া কমিটি ঘোষণা রোববার 

আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ০১:৩৬:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ১৮ আগস্ট : জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগানের কার্যকরী পরিষদের নির্বাচনের ফলাফল আগামী ২০ আগস্ট রোববার ঘোষণাকরা হবে। এ উপলক্ষে এক সভা ওইদিন দুপুর সাড়ে ১২টায় শহরের ৩১৪১, কেনিফ স্ট্রিটে অনুষ্ঠিত হবে। 
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিশেষ অতিথি হিসেবে রাশিয়া আফ্রিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। 
উক্ত সভায় মিশিগান বিএনপির সকল নেতা কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার দলটির পক্ষে ফখরুল ইসলাম লয়েছ, খন্দকার ইউসুফ কামাল, হাজী নিজাম উদ্দিন আহমদ, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল, তারেক আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com