মাধবপুর, (হবিগঞ্জ) ২৫ আগস্ট : মাধবপুরে ১০কেজি গাঁজাসহ আল আমিন (৩৫) নামে এক পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের রনি গাজীর ছেলে। উপজেলার বরুড়া এলাকায় বৃহস্পতিবার রাতে টহল পুলিশ গাঁজাসহ আল আমিন কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি আচ করতে পেরে দুই সহযোগি পালিয়ে যায়। এব্যাপার মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাত্রিকালীন টহল চলার সময় গোপন সূত্রে খবর পেয়ে কাশিমগর পুলিশ ফাড়ির এসআই আব্দুল কাদির, এএসআই উজ্জল মোল্লা ফোর্সসহ অভিযান চালিয়ে চৌমুহনি-ধর্মঘর সড়কের বরুরা মোড় থেকে আল আমিনকে ১০কেজি গাঁজা প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে মাথার করে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে।এসময় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মমিন হোসেন এর ছেলে আখলাস ওরফে এখলাস (৪৫) ও সেলিম মিয়া(৩৮) পালিয়ে যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাত্রিকালীন টহল চলার সময় গোপন সূত্রে খবর পেয়ে কাশিমগর পুলিশ ফাড়ির এসআই আব্দুল কাদির, এএসআই উজ্জল মোল্লা ফোর্সসহ অভিযান চালিয়ে চৌমুহনি-ধর্মঘর সড়কের বরুরা মোড় থেকে আল আমিনকে ১০কেজি গাঁজা প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে মাথার করে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে।এসময় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মমিন হোসেন এর ছেলে আখলাস ওরফে এখলাস (৪৫) ও সেলিম মিয়া(৩৮) পালিয়ে যায়।