বিয়ানীবাজার সমিতি ক্যুইবেক সভাপতির মিশিগান আগমন উপলক্ষে সভা

আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৪:২১:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০৪:২১:২০ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৮ আগস্ট : বিয়ানীবাজার সমিতি ক্যুইবেক, কানাডার সভাপতি ময়নুল ইসলাম (লিটন) এর মিশিগান আগমন উপলক্ষ্যে গত শনিবার স্পাইস ২১ রেস্টুরেন্টে বন্ধুমহল অব বিয়ানীবাজার মিশিগানেরআয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বিয়ানীবাজার সমিতি অব মিশিগান এর সাবেক সভাপতি মোহাম্মদ তাহের লুৎফুর এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সমিতি অব মিশিগান এর সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আজিজ সুমন এর পরিচালনায়, বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতি অব মিশিগান এর সাবেক উপদেষ্টা আব্দুস শাকুর খান মাখন, সাবেক উপদেষ্টা আব্দুল হাছিব, সাবেক উপদেষ্টা ছদরুল হক একলাস, সাবেক সভাপতি নুরুজ্জামান একলাস, সাবেক সহ সভাপতি আবু তাহের সিদ্দীক বাবুল, গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস মিশিগান এর সাধারন সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মিশিগান স্টেট যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুম্মান চৌধুরী ইভান, আশরাফুল আলম, আবুল কাশেম মামুন, জাকারিয়া জামান, নিজাম উদ্দিন, মাহবুবুল আলম আলমগীর, রেজাউল হোসেন, মুজিব আহমদ, ইকবাল হোসেন, হিমেল দাশ, সহিদ আহমদ মামুন, ছাদ আহমদ প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com