নিউ জার্সি, ২৯ আগস্ট : রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরীকে সম্মাননা দেয়া হয়েছে। ২৩ আগষ্ট, বুধবার আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সুব্রত চৌধুরীকে কমিউনিটি সেবায় তাঁর অবদানের জন্য ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা দেয়া হয়।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উপস্থাপনায় নিউজার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, স্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শাহ আলম, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ওমর, বিএএসজের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক ও অন্যান্য কর্মকর্তারাসহ কমিউনটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। ছড়াকার, গল্পকারের পাশাপাশি অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। আবৃত্তি শিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর রয়েছে সদর্প বিচরণ। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের পরপর দু’বারের নির্বাচিত সদস্য। তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য, আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ, হিস্পানিক অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সঙ্গে যুক্ত।
তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস কাবের সহ সভাপতি।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উপস্থাপনায় নিউজার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, স্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শাহ আলম, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ওমর, বিএএসজের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক ও অন্যান্য কর্মকর্তারাসহ কমিউনটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। ছড়াকার, গল্পকারের পাশাপাশি অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। আবৃত্তি শিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর রয়েছে সদর্প বিচরণ। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের পরপর দু’বারের নির্বাচিত সদস্য। তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য, আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ, হিস্পানিক অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সঙ্গে যুক্ত।
তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস কাবের সহ সভাপতি।