মাধবপুর, (হবিগঞ্জ) ৩০ আগস্ট : মাধবপুরে তাকিয়া খাতুন (৩)নামে এক শিশু পুকুরের পানি ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিশুর মরদেহ স্বজনরা বাড়ির পাশে ভাসমান অবস্হায় দেখতে পেয়ে উদ্ধার করে। মাধবপুর থানার এস আই সাইদুর জানান, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার শিশু কন্যা তাকিয়া খাতুন পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। খোজাখুজির পর পুকুরে ভাসমান অবস্থায় স্বজনরা তার মৃতদেহ দেখতে পায়।