ওয়ারেন, (মিশিগান) ০৪ সেপ্টেম্বর : পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গতকাল বিকেলে শিব মন্দির টেম্পল অব জয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তপন শিকদার। স্বদেশ রঞ্জর সরকারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাখী রঞ্জন রায়, চিন্ময় আচার্য্য, সঞ্জয় শীল, সৌরভ চৌধুরী, সত্যেন্দ্র কুমার দাশ, কমলেন্দু পাল, হীরালাল কপালী, অসিত বরন চৌধুরী, অতুল দস্তিদার, জন্টু দাশ, বাবুল পাল, অরুপ পুরকায়স্থ, অজিত কুমার দাশ, টিটু দত্ত, রাজর্ষি চৌধুরী গৌরভ প্রমুখ।
সভায় শুভ জন্মাষ্টমী সফলতার সাথে সম্পন্ন করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভায় সত্যেন্দ্র কুমার দাশ জন্মাষ্টমী উদযাপনে তাৎক্ষনিক ৫শ ডলার দান করেন। এছাড়াও পলাশ চক্রবর্তী দেবেন ৫শ ডলার। জন্মাষ্টমীর চাঁদা নির্ধারণ করা হয়েছে ৩১ ডলার।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মন্দির প্রাঙ্গন থেকে বের হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। রাতে শুভ অধিবাস শেষে প্রসাদ বিতরণ করা হবে। পরদিন রোববার (১০ সেপ্টেম্বর) উদয়অস্ত কীর্তন অনুষ্ঠিত হবে। কীর্তনে অংশগ্রহণ করবে শ্রী হরেকৃষ্ণ সম্প্রদায়, শ্রী গৌড় সম্প্রদায়, শ্রীশ্রী বাসুদেব সম্প্রদায়, ইসকন, শ্রীশ্রী অস্টসখী ও শ্রীশ্রী ব্রজবালক সম্প্রদায়, শ্রীশ্রী রাধা বিনোদিনী সম্প্রদায়, শিব মন্দির সম্প্রদায়।লীলা কীর্তন পরিবেশন করবেন জিতেন গোপ। এছাড়াও রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। এছাড়াও ৬ সেপ্টেম্বর বুধবার তিথি মতো পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
সভায় শুভ জন্মাষ্টমী সফলতার সাথে সম্পন্ন করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভায় সত্যেন্দ্র কুমার দাশ জন্মাষ্টমী উদযাপনে তাৎক্ষনিক ৫শ ডলার দান করেন। এছাড়াও পলাশ চক্রবর্তী দেবেন ৫শ ডলার। জন্মাষ্টমীর চাঁদা নির্ধারণ করা হয়েছে ৩১ ডলার।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মন্দির প্রাঙ্গন থেকে বের হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। রাতে শুভ অধিবাস শেষে প্রসাদ বিতরণ করা হবে। পরদিন রোববার (১০ সেপ্টেম্বর) উদয়অস্ত কীর্তন অনুষ্ঠিত হবে। কীর্তনে অংশগ্রহণ করবে শ্রী হরেকৃষ্ণ সম্প্রদায়, শ্রী গৌড় সম্প্রদায়, শ্রীশ্রী বাসুদেব সম্প্রদায়, ইসকন, শ্রীশ্রী অস্টসখী ও শ্রীশ্রী ব্রজবালক সম্প্রদায়, শ্রীশ্রী রাধা বিনোদিনী সম্প্রদায়, শিব মন্দির সম্প্রদায়।লীলা কীর্তন পরিবেশন করবেন জিতেন গোপ। এছাড়াও রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। এছাড়াও ৬ সেপ্টেম্বর বুধবার তিথি মতো পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।