ঢাকা, ০৫ সেপ্টেম্বর : যুগপৎ-মহাজোট-মঞ্চ বা মোর্চায় যাবে না নতুনধারা বাংলাদেশ এনডিবি। বরং গণমানুষের দাবি বাস্তবায়নে নির্যাতিত-নিষ্পেষিত জনগণকে নিয়ে গত ১১ বছরের মত মাঠে থাকবে। ৫ সেপ্টেম্বর প্রেরিত এক বিবৃতিতে নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত বিষয়টি অবহিত করেন। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা এক বিবৃতিতে আরো উল্লেখ করেন, সারাদেশে সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিসহ বিভিন্ন কারণে নির্মম দিনযাপন করছে, তাদের পক্ষে কথা না বলে, কেবল ক্ষমতায় আসার আর থাকার প্রচেষ্টাকে আমরা গণবিরোধী মনে করি। একই সাথে মনে করি রাজনীতির নামে মানুষের পক্ষে কথা না বলে, কাজ না করে কেবলমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার বা আসার চেষ্টায় যে যুগপৎ- জোট-মঞ্চ বা মোর্চা গঠিত হয়, সেই যুগপৎ- জোট-মঞ্চ বা মোর্চাকে জনগণ কখনোই গ্রহণ করবে না।