সাভার (ঢাকা), ০৮ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : নওগাঁ জেলার রতন মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে দীর্ঘ ২০ বছর পর সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব জানায়, ২০০৪ সালের ১৬ মে নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকায় সহকর্মী রতন মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন আব্দুল হামিদ। এ ঘটনায় আব্দুল হামিদসহ তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে হামিদসহ আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর ২০১০ সালের ১৯মে আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত।
এদিকে মামলা দায়েরের পর থেকে প্রথমে রাজশাহী, পরে রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও সর্বশেষ ঢাকার সাভারে আত্মগোপন করেন আসামি হামিদ। এর আগে নাম-ঠিকানা পরিবর্তন করে নরসিংদী জেলায় বিয়ে করেন। পরে পরিবারসহ সাভারে বসবাস শুরু করেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে র্যাবের হাতে ধরা পড়েন আব্দুল হামিদ। র্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ জানান, গ্রেপ্তার আসামি প্রায় ২০ বছর আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় আসামিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানায়, ২০০৪ সালের ১৬ মে নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকায় সহকর্মী রতন মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন আব্দুল হামিদ। এ ঘটনায় আব্দুল হামিদসহ তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে হামিদসহ আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর ২০১০ সালের ১৯মে আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত।
এদিকে মামলা দায়েরের পর থেকে প্রথমে রাজশাহী, পরে রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও সর্বশেষ ঢাকার সাভারে আত্মগোপন করেন আসামি হামিদ। এর আগে নাম-ঠিকানা পরিবর্তন করে নরসিংদী জেলায় বিয়ে করেন। পরে পরিবারসহ সাভারে বসবাস শুরু করেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে র্যাবের হাতে ধরা পড়েন আব্দুল হামিদ। র্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ জানান, গ্রেপ্তার আসামি প্রায় ২০ বছর আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় আসামিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।