নিউইয়র্ক, ২২ ফেব্রুয়ারি : প্রথম দিনেই বাজিমাত করলেন ডোনাল্ড ট্রাম্প। বলা ভাল, বাজিমাত করল তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’। ২১ ফেব্রুয়ারি অ্যাপল স্টোরে লঞ্চ হয়েছিল অ্যাপটি। কয়েক ঘণ্টার মধ্যেই টপ চার্টের এক নম্বরে উঠে এল সেটি। বহু মানুষ ডাউনলোড করে ফেলেছেন।
এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া গেলেও, সামনের মার্চ থেকে এটি পুরোপুরি কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রুথ সোশ্যাল প্রজেক্টের প্রধান ও সাবেক কংগ্রেস সদস্য ডেভিন নুনস। গত বছর ফেসবুক, টুইটার ও ইউটিউব থেকে নিষিদ্ধ হওয়ার পর নিজের একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন ট্রাম্প।
চালুর প্রথম দিনেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে ট্রুথ সোশ্যাল। অনেকেই নিবন্ধন করতে গিয়ে 'ব্যাপক চাহিদার কারণে আপনাকে আমাদের ওয়েটলিস্টে রাখা হয়েছে' এমন বার্তা পাচ্ছেন।
এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া গেলেও, সামনের মার্চ থেকে এটি পুরোপুরি কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রুথ সোশ্যাল প্রজেক্টের প্রধান ও সাবেক কংগ্রেস সদস্য ডেভিন নুনস। গত বছর ফেসবুক, টুইটার ও ইউটিউব থেকে নিষিদ্ধ হওয়ার পর নিজের একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন ট্রাম্প।
চালুর প্রথম দিনেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে ট্রুথ সোশ্যাল। অনেকেই নিবন্ধন করতে গিয়ে 'ব্যাপক চাহিদার কারণে আপনাকে আমাদের ওয়েটলিস্টে রাখা হয়েছে' এমন বার্তা পাচ্ছেন।