মিশিগানে বৃহত্তর কুমিল্লাবাসীর বনভোজন

আপলোড সময় : ১২-০৯-২০২৩ ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৩ ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন
হ্যারিসন টাউনশীপ, ১২ সেপ্টেম্বর : নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লাবাসীর বাৎসরিক বনভোজন। রোববার  হ্যারিসন টাউনশীপের লেইক সেন্ট ক্লেয়ার মেট্টোপার্কে এ বনভোজনের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন।   মিশিগানে বসবাসকারী গ্রেটার কুমিল্লাবাসীকে এক জায়গায় এনে পারস্পারিক সম্পর্কের ভিত্তি মজবুত করার লক্ষে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।     

গ্রেটলেক খ্যাত মিশিগানে ব্যস্ত সময় কাটান প্রবাসী বাঙালিরা। একই স্থানে বসবাস করেও একে অপরের সঙ্গে মিলিত হবার সুযোগ পান না তারা। সেই অভাব পূরণে রোববার সেন্ট ক্লেয়ার মেট্টোপার্কে বনভোজনের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন। 
আনন্দঘন এ আয়োজনে সপরিবারে অংশগ্রহণ করেন মিশিগানে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার মানুষেরা। মেতে উঠেন গানবাজনা, খেলাধুলা ও আনন্দ আড্ডায়। 

১৯৯০ এর দশক থেকে মিশিগানে বসবাস করেন কুমিল্লার মানুষেরা। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও  শেকড়ের সঙ্গে যুক্ত রাখার অন্যন্য এক আয়োজন এ বনভোজন।  একই সঙ্গে অনেকের সঙ্গে মিলিত হওয়ার বিরল সুযোগ এনে দেয় এটি। বলছেন আয়োজকরা। কেবল বড়রা নয়, ছোটরাও আনন্দিত এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

নিয়মিত এমন আয়োজন হোক এমনটাই প্রত্যাশা অংশগ্রহকারীদের। এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লিয়াকত আলী খান, নজরুল চৌধুরী, সাইফুল আলম, আরিফ নগর, শরীফুল হুসাইন, গোলাম কিবরিয়াসহ অনেকে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com