ওয়ারেন, ১২ সেপ্টেম্বর : মিশিগান কালিবাড়িতে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীশ্রী শনি পূজা অনুষ্ঠিত হবে। শনি দেবের সন্তুষ্টি অর্জনে এ পূজার আয়োজন করা হয়েছে। এদিন বিকাল ৪টায় শুভ শঙ্খধ্বনির মাধ্যমে শ্রী শ্রী শনি দেবের পূজা আরম্ভ হবে। পূজা শেষ হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। পূজায় পৌরহিত্য করবেন মন্দিরের প্রিস্ট অশোক আচার্য্য, প্রিস্ট অরুন আচার্য্য, প্রধান প্রিস্ট দুর্গা শঙ্কর চক্রবর্তী এবং প্রিস্ট সঞ্জয় চক্রবর্তী। পূজা শেষে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পূজা অনুষ্ঠানে সকল ভক্তদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মন্দিরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।