মাউন্ট ক্লেমেন্স সার্কিট কোর্ট ভবনে গাড়ি বিধ্বস্ত, নিহত ১

আপলোড সময় : ২১-০৯-২০২৩ ১২:৩৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৩ ১২:৩৪:৫৫ অপরাহ্ন
মাউন্ট ক্লেমেন্স, ২১ সেপ্টেম্বর : মাউন্ট ক্লেমেন্সের ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্ট ও একটি গাড়ির মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিস। এতে আরও বলা হয়, দুর্ঘটনার কারণে ক্রোকার ও মার্কেট স্ট্রিটের মধ্যে বন্ধ থাকা উত্তরমুখী গ্রাটিওট অ্যাভিনিউয়ের যে অংশটি বন্ধ ছিল তা পুনরায় খুলে দেওয়া হয়েছে। কর্মকর্তারা সকাল ৭টার দিকে এক্স-এ রিপোর্ট করেন। বৃহস্পতিবার সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 
বুধবার সন্ধ্যা ৬টার দিকে তারা প্রথম দুর্ঘটনার কথা জানান। সেই সাথে বলা হয়, "ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিটকে সক্রিয় করা হয়েছে। দয়া করে ওই এলাকা এড়িয়ে চলুন," যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অফিসটি। তদন্ত অব্যাহত থাকলে আরও বিস্তারিত জানানো হবে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা নিহত বা দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন না। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টগুলোতে আদালত ভবনের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ভবনটিতে বিধ্বস্ত হওয়া গাড়িটি বিস্ফোরিত হয়ে চালক নিহত ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ম্যাকম্ব কাউন্টির শেরিফ অ্যান্থনি উইকারশাম ডব্লিউএক্সওয়াইজেডকে বলেন, দ্রুত গতিতে ভবনটিতে ঢুকে পড়ার পর গাড়িটিতে আগুন ধরে যায়। তিনি বলেন, গাড়ির আরোহী মারা গেছেন। উইকারশাম বলেন, কর্তৃপক্ষ বিশ্বাস করে যে তারা ভুক্তভোগীকে সনাক্ত করতে পেরেছে। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com