ছবি : সংগৃহীত
নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের ভিসা-নীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই। শুক্রবার রাতে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগও চায়। তবে কোনও ব্যক্তি, গোষ্ঠী বা দেশ যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে ওই দেশের ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা চাপাবে আওয়ামী লীগ সরকার।
শেখ হাসিনা আরও বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবিধান লঙ্ঘন করে কেউ যদি ক্ষমতায় আসে, তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এটি ভুলে গেলে চলবে না। শুধু নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ বিকল্প উপায়ে ক্ষমতায় আসতে চাইলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। এটা মাথায় রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ অন্য কারও শক্তিতে নয়, বরং দেশের জনগণের শক্তিতে ক্ষমতায় এসেছে। তাই তার কাছে দেশের জনগণের স্বার্থই সবার আগে দেখা হবে।
শেখ হাসিনা আরও বলেন, যারা ভোটের স্বচ্ছতা নিয়ে কথা বলছে, সামরিক শাসকদের আমলে বাংলাদেশের নির্বাচনের সময় তারা কোথায় ছিল? তিনি সাফ জানিয়ে দেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনই একমাত্র পথ। গোলমাল করে অবৈধভাবে আসতে চাইলে শাস্তি ভোগ করতে হবে সবাইকেই। সে দেশের হোক বা দেশের বাইরের কেউ হোক। তাঁর সরকার জঙ্গিদের প্রশ্রয় দেয় না জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আমলের মতো দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিরোধীদলের কথাও বলা হয়েছে।
নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের ভিসা-নীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই। শুক্রবার রাতে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগও চায়। তবে কোনও ব্যক্তি, গোষ্ঠী বা দেশ যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে ওই দেশের ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা চাপাবে আওয়ামী লীগ সরকার।
শেখ হাসিনা আরও বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবিধান লঙ্ঘন করে কেউ যদি ক্ষমতায় আসে, তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এটি ভুলে গেলে চলবে না। শুধু নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ বিকল্প উপায়ে ক্ষমতায় আসতে চাইলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। এটা মাথায় রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ অন্য কারও শক্তিতে নয়, বরং দেশের জনগণের শক্তিতে ক্ষমতায় এসেছে। তাই তার কাছে দেশের জনগণের স্বার্থই সবার আগে দেখা হবে।
শেখ হাসিনা আরও বলেন, যারা ভোটের স্বচ্ছতা নিয়ে কথা বলছে, সামরিক শাসকদের আমলে বাংলাদেশের নির্বাচনের সময় তারা কোথায় ছিল? তিনি সাফ জানিয়ে দেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনই একমাত্র পথ। গোলমাল করে অবৈধভাবে আসতে চাইলে শাস্তি ভোগ করতে হবে সবাইকেই। সে দেশের হোক বা দেশের বাইরের কেউ হোক। তাঁর সরকার জঙ্গিদের প্রশ্রয় দেয় না জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আমলের মতো দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিরোধীদলের কথাও বলা হয়েছে।