মাধবপুরে ১ ভোটে হেরে মামলা,  আদালতে ৫শ ৩৩ ভোটে জয়ী

আপলোড সময় : ২৫-০৯-২০২৩ ১২:২১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৩ ১২:২১:২৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ২৫ সেপ্টেম্বর : মাধবপুরে গত বছরের ৫ জানুয়ারীতে অনুষ্টিত স্থানীয় সরকার নির্বাচনে ১ ভোটে পরাজয় দেখানো প্রার্থী ৫শ ৩৩ ভোটে জয়ী হয়ে হয়েছেন। আদালতে মামলা দায়েরের দীর্ঘ ২১ মাস পর ভোট পুনঃগগননার মাধ্যমে এ ফলাফল ঘোষিত হয়।
উপজেলা নয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন সাবেক মেম্বার নুরুল হাসান তপু ও ইসলাম উদ্দিন। ২৮শ ২৬ জন ভোটারের ওই ওয়ার্ডে আপেল প্রতিকের প্রার্থী ইসলাম উদ্দিনকে ১ ভোটে জয়ী দেখানো হয়েছিল। নির্বাচনে ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে নিকটতম প্রতিদ্বন্দ্বি পাখা প্রতিকের প্রার্থী নুরুল হাসান তপু বাদী হয়ে হবিগঞ্জ নির্বাচনট্রাইব্যুনালে মামলা করেন। 
মামলাটি পরিচালনা করেন জজকোর্টের আইনজীবি এড. মোঃ জসীম উদ্দিন। স্বাক্ষীদের স্বাক্ষ্য ও দীর্ঘ শুনানী শেষে আজ সোমবার দুপুরে নির্বাচন ট্রাইব্যুনাল জজ ও হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সবুজ পাল ভোট গননার আদেশ করেন। পুনঃগণনায় দেখা গেছে ১ ভোটে পরাজয় দেখানো পাখা প্রতিকের প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১২৯৬। অপরদিকে জয়ী হওয়া ইসলাম উদ্দিনের প্রাপ্ত ভোট পাওয়া গেছে ৭৬৩। কারচুপি করে ৫শ ৩৩ ভোটে জয়ী প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছিল। সদ্য বিজয়ী নুরুল হাসান তপু তার মতামত ব্যক্ত করে বলেন, আদালত মানুষের শেষ ভরসাস্থল। আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com