ওয়ারেন, ০২ অক্টোবর : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে গতকাল রোববার বিকেলে নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু সভায় সভাপতিত্ব করেন। মন্দিরের সাংস্কৃতিক কো অর্ডিনেটর সৌরভ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিব মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হালদার, তপন শিকদার, স্বদেশ রঞ্জন সরকার, অজিত কুমার দাশ, রাখি রঞ্জন রায়, চিন্ময় আচার্য্য, কমলেন্দু পাল, হীরালাল কপালী, অতুল দস্তিদার, অরুপ পুরকায়স্থ, মৃদুল কান্তি সরকার, রাহুল দাশ, জন্টু দাশ, কুলেন্দু পাল, দিপক কুমার দেব, সুবাস দাশ, রাজর্ষি চৌধুরী গৌরভ প্রমুখ।
সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক অগ্রগতি ও করনীয় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্গোৎসবকে সফল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিব মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজায় মায়ের ভক্তি-আরাধনার পাশাপাশি থাকবে নাচ, গান নাটকসহ নানা অনুষ্ঠান।
দুর্গাপূজাকে ঘিরে মিশিগানের মন্দিরে মন্দিরে সাজ সাজ রব। শিব মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে চলছে আলোকসজ্জা, আল্পনা আঁকা, মঞ্চ ও তোরণ নির্মাণের কাজ। বেশ ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরাও।
সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক অগ্রগতি ও করনীয় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্গোৎসবকে সফল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিব মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজায় মায়ের ভক্তি-আরাধনার পাশাপাশি থাকবে নাচ, গান নাটকসহ নানা অনুষ্ঠান।
দুর্গাপূজাকে ঘিরে মিশিগানের মন্দিরে মন্দিরে সাজ সাজ রব। শিব মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে চলছে আলোকসজ্জা, আল্পনা আঁকা, মঞ্চ ও তোরণ নির্মাণের কাজ। বেশ ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরাও।