নিউজার্সিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির উদ্বোধন ৮ অক্টোবর

আপলোড সময় : ০২-১০-২০২৩ ১১:১৫:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৩ ১১:১৫:০৪ পূর্বাহ্ন
ছবি ফেসবুক থেকে সংগৃহীত

নিউজার্সি, ২ অক্টোবর :  নিউ জার্সি রাজ্যের রবিন্সভিল শহরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির আগামী ৮ অক্টোবর উদ্বোধন করা হবে। টাইমস স্কয়ার থেকে ৯০ মিটার দক্ষিণে অবস্থিত এই মন্দিরটি স্বামী নারায়নকে উৎসর্গ করা হয়েছে । স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি সর্ববৃহৎ হিন্দু মন্দিরগুলির অন্যতম হতে চলেছে।  
১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দিরটি  দৈর্ঘ্যে ২৫৫ ফুট, প্রস্থে ৩৪৫ ফুট এবং উচ্চতায় ১৯১ ফুট। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে এবং কাজ শেষ হয় চলতি বছরে। মন্দিরটি তৈরিতে দীর্ঘ ১২ বছর সময় লেগেছে। সাড়ে ১২ হাজারের বেশি ভলান্টিয়ার মন্দিরটির নির্মাণ কাজে যুক্ত ছিলেন। 
বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কর ওয়াট। এরপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা হয়েছে।
মন্দিরে ১০ হাজারটিরও বেশি মূর্তি, ভারতীয় বাদ্য যন্ত্র এবং নৃত্যকলা খোদাই করা হয়েছে। প্রধান উপাসনালয়সহ মন্দিরটিতে ১২টি উপ-মন্দির, নয়টি শিখরের মতো কাঠামো এবং নয়টি পিরামিড শিখর রয়েছে। ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেলসহ প্রায় ২০ লাখ ঘনফুট পাথর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে।  ভারত, তুরস্ক, গ্রিস, ইতালি ও চীনসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই পাথর আনা হয়। আগামী ৮ অক্টোবর স্বামী নারায়ণ অক্ষরধামের প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির উদ্বোধন করবেন। দর্শনার্থীদের জন্য খুলবে ১৮ অক্টোবর। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com