মাধবপুরে ৮জুয়ারী আটক

আপলোড সময় : ০৪-১০-২০২৩ ১১:৪১:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৩ ১১:৪১:১৫ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ৪ অক্টোবর : মাধবপুরে একটি নার্সারীতে বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৮ জুয়ারীকে আটক করেছে। আটককৃতরা হলো, হরিশ্যামা গ্রামের আইয়ুব আলীর ছেলে সাদ্দাম হোসেন, কুটানিয়া দিঘীরপাড়ের নরেশ দাসের ছেলে রমেশ দাস, কুটানিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলেরকদম আলী,রসুকোমল দাসের ছেলে স্বপন দাস,রকৃষ্ণ চন্দ্র সরকারের ছেলে রবীন্দ্র সরকার, উত্তর গোবিন্দপুর গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম, বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের হীরা মিয়ার ছেলে আউশ মিয়া এবং গাংগাইল গ্রামের আব্বাছ আলীর ছেলে কুদ্দুস মিয়া। 
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মজিবুর রহমান চৌধুরীর জানান, গোপন সংবাদের খবরে গাংগাইল গ্রামে শাহীন মিয়ার নার্সারিতে অভিযান চালিয়ে ৮জন কে জুয়া খেলা অবস্থায় আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৮ হাজার ১ শ ৭০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাসের বান্ডিল উদ্ধার  করা হয়। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান ৮ জুয়ারি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com