মাধবপুর, (হবিগঞ্জ) ৫ অক্টোবর : মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণুকে গ্রেপ্তার করেছে। মাধবপুর থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার জগদীশপুর চা বাগানের লেবামারা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার বীরবল সাঁওতালের ছেলে।
ধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন জানান, ২০১৬ সালে সুদের সুদের টাকার লেনদেন নিয়ে রসুলপুর গ্রামের ইউনুছ আলীকে হত্যা করে সাধন সাঁওতাল। হবিগঞ্জের অতিরিক্ত জেলা জজ মোঃ ইয়াছির আরাফাত সম্প্রতি এই হত্যা মামলায় সাধন সাঁওতালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। প্রায় ১৭বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাধন সাঁওতালকে বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন জানান, ২০১৬ সালে সুদের সুদের টাকার লেনদেন নিয়ে রসুলপুর গ্রামের ইউনুছ আলীকে হত্যা করে সাধন সাঁওতাল। হবিগঞ্জের অতিরিক্ত জেলা জজ মোঃ ইয়াছির আরাফাত সম্প্রতি এই হত্যা মামলায় সাধন সাঁওতালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। প্রায় ১৭বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাধন সাঁওতালকে বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।