গ্রেনেড হামলা দিবসে সিলেটে শেখ রাসেল স্মৃতি সংসদের সভা, দোয়া মাহফিল

আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৪:৩৭:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৪:৩৭:৩২ পূর্বাহ্ন
সিলেট, ২১ আগস্ট : ২০০৪ সালের ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে শেখ রাসেল স্মৃতি সংসদ জায়গীরদার মসজিদ। সভায়  বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ধ্বংস করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সভায় ইতিহাসের ন্যাক্কারজনক এই ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারেক জিয়া, হারিছ চৌধুরীসহ তাদের সাবাইকে দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানানো হয়েছে।  
বক্তব্য রাখেন শেখ রাসেল স্মৃতি সংসদের আহ্ববায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্ববায়ক নাহেদ আহমদ, যুগ্ম আহ্ববায়ক মনছুর চৌধুরী ,সিনিয়র সদস্য শেখ কামরান আহমদ, জালাল উদ্দিন শাহিন, এমরান আহমদ, পারভেজ আহমদ, ফরিদ আহমদ, জাকির হোসেন, আহাদ আহমদ, আবুল হোসেন, লিটন আহমদ,হাছান আহমদ, জুনেদ আহমদ, মামুন আহমদ, সুলতান আহমদ, মনসুর আহমদ, সজল আহমদ, কিবরিয়া আহমদ, মাহবুব আহমদ, জুবেদ আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com