আটলান্টিক সিটিতে হার্ভেস্ট ডে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-১০-২০২৩ ০৩:১৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৩ ০৩:১৫:১৪ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ২৬ অক্টোবর : গতকাল বুধবার আটলান্টিক সিটিতে “হার্ভেস্ট ডে ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটি স্কুল কর্তৃপক্ষ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ডের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

ওইদিন বিকেলে সিটি হলের সম্মুখস্থ খোলা প্রান্তরে অনুষ্ঠিত এই উৎসবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে), আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।

এই উৎসবে অংশগ্রহনকারীরা আটলান্টিক সিটি, আটলান্টিক কাউন্টি ও রাজ্যের বিভিন্ন জনহিতকর কর্মসূচী সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করেন। আটলান্টিক সিটিয় মেয়র মারটি স্মল বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং সবার সাথে মতবিনিময় করেন।

এই উৎসবে অংশগ্রহনকারী শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্যান্ডি, খেলনা, হ্যালোইন পরিচ্ছদ সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়। হ্যালোইন উৎসবের প্রাক্কালে এসব উপহার সামগ্রী পেয়ে শিশু-কিশোররা উচ্ছ্বাসে মেতে ওঠে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক শিশু-কিশোরদের মাঝে ক্যান্ডি, খেলনা বিতরণ করেন।

হার্ভেস্ট ডে ফেস্টিভ্যালে আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ, মেয়রের চীফ অব স্টাফ আরনেষট করসি,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদ্দীন পাঠান, ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী জেফ ডরসি সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজন ও নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com