সিলেট, ২৭ অক্টোবর : কাল শুভ প্রবারণা পূর্ণিমা। শরৎকাল-প্রকৃতির নীল আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা, নদীর দু'ধারে দুলছে সাদা কাশফুলের মেলা। প্রকৃতির এমনদিনে বৌদ্ধ জাতির প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের বার্তা। এ বার্তাকে সামনে রেখে কাল শনিবার (২৮ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট মহানগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ হলে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হবে।
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সের পরিচালক ভদন্ত সাধনানন্দ মহাথেরো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি হিসেবে মহামুণি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত জগতজ্যোতি থেরো এবং বিশেষ অতিথি হিসেবে বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সের অন্তেবাসী ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো বক্তব্য রাখবেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় ভিক্ষুসংঘের প্রাত:রাশ দান, সকাল ৯টা ৩০ মিনিটে বুদ্ধপুজা উত্তোলন, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, পূজা উৎসর্গ, সকাল ১০টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও ধর্মদেশনা, সকাল ১১টা ৩০ মিনিটে ভিক্ষুসংঘের পিন্ডদান, দুপুর ১২টা ৩০ মিনিটে মধ্যহ্ন ভোজ, দুপুর ১টা ৩০ মিনিটে ধর্মদেশনা, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা ও প্রদ্বীপ প্রজ্জ্বলন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট মহানগরের কাজিরবাজার সেতুর উপর থেকে সম্প্রীতির ফানুস উত্তোলন করা হবে।
বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী অংশু মারমা, আহবায়ক পলাশ বড়ুয়া, যুগ্ম আহবায়ক তমাল বড়ুয়া, সচিব শিমুল মুৎসুদ্দী উক্ত মাঙ্গলিক পূণ্যানুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন।
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সের পরিচালক ভদন্ত সাধনানন্দ মহাথেরো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি হিসেবে মহামুণি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত জগতজ্যোতি থেরো এবং বিশেষ অতিথি হিসেবে বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সের অন্তেবাসী ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো বক্তব্য রাখবেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় ভিক্ষুসংঘের প্রাত:রাশ দান, সকাল ৯টা ৩০ মিনিটে বুদ্ধপুজা উত্তোলন, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, পূজা উৎসর্গ, সকাল ১০টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও ধর্মদেশনা, সকাল ১১টা ৩০ মিনিটে ভিক্ষুসংঘের পিন্ডদান, দুপুর ১২টা ৩০ মিনিটে মধ্যহ্ন ভোজ, দুপুর ১টা ৩০ মিনিটে ধর্মদেশনা, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা ও প্রদ্বীপ প্রজ্জ্বলন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট মহানগরের কাজিরবাজার সেতুর উপর থেকে সম্প্রীতির ফানুস উত্তোলন করা হবে।
বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী অংশু মারমা, আহবায়ক পলাশ বড়ুয়া, যুগ্ম আহবায়ক তমাল বড়ুয়া, সচিব শিমুল মুৎসুদ্দী উক্ত মাঙ্গলিক পূণ্যানুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন।