কমার্স টাউনশিপে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, পুত্র গ্রেফতার

আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৬:৩১:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৩ ০৭:০৯:৩৬ পূর্বাহ্ন
কমার্স টাউনশিপ, ৩০ মার্চ : ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, কমার্স টাউনশিপে এক যুবক তার ৭৬ বছর বয়সী বাবাকে  ছুরিকাঘাত করে হত্যা করেছে।  এ ঘটনায় পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে সাটন রোডের ৩৪০০ ব্লকের বাসভবনে ডেপুটিদের ডাকা হয়। ডেপুটিরা বাড়িতে পৌঁছে ২২ বছর বয়সী ছেলেকে খুঁজে পান। তিনি  তাদের বলেন যে তার বাবার মৃতদেহ বাড়িতে কোথায় খুঁজে পেতে পারেন। বাবাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকরা বৃদ্ধ ব্যক্তিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন তবে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সামান্য আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা বুধবার রাতে বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Source & Photo: http://detroitnews.com


 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com