কাঠমুন্ডু, ১৪ নভেম্বর : সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে টিকটক অ্যাপ। এ অভিযোগে চিনা শর্ট ভিডিও অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিল নেপাল। গতকাল সোমবার সকালে নেপালের মন্ত্রীসভার বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তবে কবে থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে, সেবিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে টিকটক। এমন অভিযোগ আগে থেকেই ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু অভিযোগ। যেমন কোনও নীতি মানা হচ্ছে না বলে দাবি অনেকের। যথাযথ নীতি ছাড়াই এই অ্যাপ চালাচ্ছে টিকটক কর্তৃপক্ষ। ফলে ব্যবহারকারীরা যেভাবে ইচ্ছে ব্যবহার করছেন শর্ট ভিডিয়োর অ্যাপ। নিয়ম না মানায় অপরাধমূলক কাজও বাড়ছে। সমাজের একটি বড় অংশ এই অ্যাপের নিন্দা করছে। ঘৃণার প্রবৃত্তিতে উস্কানি দিচ্ছে বলে দাবি। তাই টিকটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সোমবার এই নিয়ে বৈঠক হলেও কবে বন্ধ হবে তা জানা যায়নি। এর আগে ২০২ সালের জুন মাসে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টিকটকসহ বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নিষেধাজ্ঞার আগে, অ্যাপটির ভারতে প্রায় ১৫ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল।
এছাড়াও, নিরাপত্তাজনিত কারণে টিকটকের ওপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, আফগানিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং নরওয়ের মতো দেশও যথাক্রমে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে টিকটক। এমন অভিযোগ আগে থেকেই ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু অভিযোগ। যেমন কোনও নীতি মানা হচ্ছে না বলে দাবি অনেকের। যথাযথ নীতি ছাড়াই এই অ্যাপ চালাচ্ছে টিকটক কর্তৃপক্ষ। ফলে ব্যবহারকারীরা যেভাবে ইচ্ছে ব্যবহার করছেন শর্ট ভিডিয়োর অ্যাপ। নিয়ম না মানায় অপরাধমূলক কাজও বাড়ছে। সমাজের একটি বড় অংশ এই অ্যাপের নিন্দা করছে। ঘৃণার প্রবৃত্তিতে উস্কানি দিচ্ছে বলে দাবি। তাই টিকটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সোমবার এই নিয়ে বৈঠক হলেও কবে বন্ধ হবে তা জানা যায়নি। এর আগে ২০২ সালের জুন মাসে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টিকটকসহ বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নিষেধাজ্ঞার আগে, অ্যাপটির ভারতে প্রায় ১৫ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল।
এছাড়াও, নিরাপত্তাজনিত কারণে টিকটকের ওপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, আফগানিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং নরওয়ের মতো দেশও যথাক্রমে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।